ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে দুই এসআই সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
মেহেরপুরে দুই এসআই সাময়িক বরখাস্ত

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব অবহেলার দুই উপ পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- এসআই কার্তিক চন্দ্র দাস ও এসআই ফখরুল ইসলাম।

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম শাহিন কবির রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।


 
অভিযোগে জানানো হয়, ওই দুটি কেন্দ্রে সোমবার (২৪ এপ্রিল) রাত আড়াউটার দিকে দুস্কৃতকারীরা প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের সকলকে জিম্মি করে ৯০০টি ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে রেখে যায়। ওই অভিযোগে দুই ঘণ্টা ভোট গ্রহনের পর সকাল ১০টার দিকে ভোট গ্রহন বন্ধ করেন এবং দুপুর ১২টার দিকে চুড়ান্তভাবে ভোটগ্রহণ স্থগিত করেন।

এ বিষয়ে এসআই কার্তিক চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে জানান, ভগবানের দোহাই দিয়ে বলছি যে কারণে আমাদের বরখাস্ত করা হয়েছে এ ধরণের কোন ঘটনা ভোট সেন্টারে ঘটেনি

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।