মঙ্গলবার (২৫ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
তথ্য দেওয়া-নেওয়া কাজে গণমাধ্যম কর্মীদের সংশ্লিষ্টতা বেশি থাকায় এ বিষয়ে পরামর্শ, সমস্যা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কীভাবে সেবা প্রার্থীরা তথ্য জানতে পারেন এসব বিষয়ে আলোচনা হয়।
সনাক চাঁদপুর সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান।
তথ্য অধিকার আইন-২০০৯ সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন টিআইবির কুমিল্লা ক্লাস্টার এর প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী।
তথ্য অধিকার আইন প্রয়োগে আবেদনকারীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি চাঁদপুর এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
কর্মশালায় স্থানীয় দৈনিকের সম্পাদক ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ