ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবার ত্রাণ পাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
হাওরের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবার ত্রাণ পাবে

নেত্রকোনা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,  হাওরাঞ্চলের তিন লাখ ৩০ হাজার পরিবারকে জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রতিমাসে ৩০ কেজি করে চাল ও ৫০০ করে টাকা দেয়া হবে।        

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক বছর সরকারি-বেসরকারি কোনো কৃষি ঋণের কিস্তিই দিতে হবে না হাওরের কৃষকদের। আগামী মৌসুমে ধান ওঠার পর কিস্তি দিতে হবে।

 

বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত নেত্রকোনার বারহাট্টা ও মদন উপজেলার হাওরাঞ্চলের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এসময় তিনি এ দুই উপজেলার বন্যা কবলিত হাওরাঞ্চল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১৫ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে দেন।  

এসময় নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, নেত্রকোনার ক্ষতিগ্রস্ত ৫০ হাজার কৃষক পরিবারকে সরকারি এ সহায়তা দেয়া হবে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে নেত্রকোনায় চাল বরাদ্দ পাওয়া গেছে চার হাজার ৯০০ মেট্রিকটন।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।