মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের কুদ্দুস মিয়ার হাটের ঢাকা ফুড বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা ফুড বেকারিতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে বেকারির মালিক মো. দেলোয়ার হোসেনের (২৭) কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই দিন উপজেলার বখতারমুন্সী ও কুঠির হাট বাজারে অভিযান চালিয়ে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে পাঁচ ব্যবসায়ীকে সাত হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন- সোনাগাজী মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান ও ভ্রাম্যমাণ আদালতের পেশকার খোকন চন্দ্র দাস।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/জিপি/এমজেএফ