ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
গোয়ালন্দে পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এলেম খান (৩০) নামে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এলেম খান উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃত ধোনাই খানের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাগর শেখ বাংলানিউজকে জানান, ২০১৩ সালের একটি মাদক মামলায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। চলতি বছরের জানুয়ারি মাসে এ রায় ঘোষণার পর থেকেই সাগর পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এলেমের বিরুদ্ধে আরও দু’টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। দুপুরে তাকে ওই দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।