মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খতিবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী, সহ-সভাপতি মো. আবু আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. আনওয়ারুল আজিম সরকার খোকন, মো. রইস উদ্দিন, কোষাধ্যক্ষ আলহাজ মো. রিয়াজুল ইসলাম শাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দিকা রুমী, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক তহসিনা আখতার দিপালী, কার্যকরী সদস্য মো. আনোয়ারুল ইসলাম-১, মো. আব্দুল মাসুদ উজ্জ্বল, রিফাত আরা ঋতু ও মোছা. আইনুন নাহার বেগম।
অনুষ্ঠান শেষে জেলা আইনজীবী সমিতির নেতারা বিএনপি নেতা সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআরএস/এমজেএফ