মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
তিনি বলেন, শুধুমাত্র আইন করে নয়, বাল্যবিয়ে প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা ও নারী সুশিক্ষার প্রসার।
সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক কোহিনুর আক্তার, যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম, সুজনের যশোর জেলা শাখার সভাপতি সালেহা বেগম প্রমুখ।
যশোর জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দি হাঙ্গার প্রজেক্ট’র আঞ্চলিক প্রধান খোরশেদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইউজি/এএটি/এমজেএফ