মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ ও হাওজোর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরের আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত-রিপোর্ট হাতে পাওয়ার পরে বলা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা।
মৃত ব্যক্তির পড়নে সাদা-কালো প্রিন্ট গেঞ্জি ও কালো চেক লুঙ্গি রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই আব্দুস সালাম।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএস/ওএইচ/এমজেএফ