দণ্ডপ্রাপ্তরা হলেন- বীরগঞ্জ পৌর-শহরের দক্ষিণ সুজালপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. ময়নুল ইসলাম (২২) এবং একই এলাকার মাকড়াই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আলম ইসলাম (২৩)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওইদুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ওএইচ/এমজেএফ