ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ৫ জুয়াড়ির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জলঢাকায় ৫ জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় জুয়া খেলার দায়ে পাঁচ জুয়াড়িকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. রাশেদুল হক প্রধান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার গোলনা ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে আলতাফ হোসেন (৪৫), মৃত ছপর উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৮), মহির উদ্দিনের ছেলে আতিয়ার (৩৮), এহসান আলীর ছেলে তফসির আলী (৩৫) ও দক্ষিণ সোনাখুলি এলাকার তছলিমের ছেলে এমদাদুল হক (৩৭)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোলনা ইউনিয়নের সাইফন এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।