মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কলেজ ছাত্র ও উপজেলার সূর্যমনি গ্রামের মহিউদ্দিন (২০), আল-আমিন (২০) ও নাজমুলকে (২২)।
অন্যদিকে, উপজেলার মাধবপুর গ্রামে ফারুক খান (৪০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে ছয় মাসের কারাদণ্ড নিয়েছেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমএস/ওএইচ/এমজেএফ