ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সখীপুরে আ’লীগ নেতার গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
সখীপুরে আ’লীগ নেতার গলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে হত্যাকাণ্ডের পাঁচদিন পর মোহাম্মদ আলী (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হতেয়া হলুদিয়াচালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ও নাতি মোহাম্মদ আলীকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কাজীপাড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি স্থানীয় কাজীপাড়া বাজারে সারের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী তার ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনিরকে নিয়ে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গায় এক আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে একই মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। রাতে ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির বাড়ি ফিরে এলেও মোহাম্মদ আলী ফেরেননি। সেসময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরদিন শুক্রবার মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পরে মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামের বড় বোন ও পনিরের মা আছিয়া বেগম মোবাইল ফোনে স্থানীয় ইউপি সদস্য হামিদুল হকের কাছে মোহাম্মদ আলীকে হত্যাকাণ্ডের বিষয়টি খুলে বলেন।

আছিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতেয়া হলুদিয়াচালার একটি সড়কের পানি নিষ্কাশনের ড্রেনের ভেতর থেকে পুলিশ মোহাম্মদ আলীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে।  

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।