মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিন করিমের নেতৃত্বে একাদশ দিনের মতো এ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি বাংলানিউজকে জানান, এ অভিযানে চরপাড়া মোড় থেকে মেডিকেল কলেজ গেট পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থাপিত ছোট-ছোট দোকানপাট সরানো হয়েছে।
অভিযানে একটি দোকান ও একটি নির্মাণাধীন বাড়ির মালিককে অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুসারে চার হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিন করিম।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমএএএম/এসআরএস/আরআই