মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সুলতানাবাদ এলাকায় নিজের ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
প্রবীর মহানগরের রাজারহাতা এলাকার বলয় পালের ছেলে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ভাড়া বাড়িতে গিয়ে প্রবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএস/এইচএ/