মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১টায় ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের শশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম রানা ফরিদপুর শহরের গুহলক্ষীপুরের আ. হালিম মণ্ডলের ছেলে।
পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মোটরসাইকেলে করে নগরকান্দা বাজারে মার্কেটিংয়ের কাজ শেষে ফরিদপুর অফিসের দিকে যাচ্ছিলেন। পথে নগরকান্দা-ফরিদপুর সড়কের শশার ব্রিজের উত্তর পাশে একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেলসহ তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আজিজ ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ঘাতক ট্রাকটি ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়না তদন্ত শেষে বিকেলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরকেবি/এএসআর