ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে সাটারগানসহ ২ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
শ্যামনগরে সাটারগানসহ ২ দস্যু আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলায় দু’টি সাটারগানসহ দুই দস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এ‌প্রিল) রাত ১২টার দিকে উপ‌জেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দস্যুরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বায়েজিদ হোসেন (৩৫) ও একই ইউনিয়নের চকবারা গ্রামের মইরুদ্দীন সরদারের ছেলে দস্যু মুকুল সরদার (৩৪)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজ‌কে জানান, দুই দস্যু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভি‌ত্তি‌তে সেখানে অভিযান চালি‌য়ে দু’টি সাটারগানসহ তা‌দের আটক করা হ‌য়ে।

আটক দুই দস্যুকে অস্ত্রসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।