মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রকি থান্ডার উপজেলার মহিষভাঙ্গা গ্রামের সাদেক থান্ডারের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত রাতে বড়াইগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা চেকিং ডিউটি করছিলেন।
এসময় রকি থান্ডার অটো চার্জার ভ্যানে করে লক্ষ্মিকোল বাজারের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে ওই ভ্যান থামিয়ে তল্লাশিকালে রকির কাছে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
পরে তাকে আটক করা হয় এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ