হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম পাড়ে ফুলজোড় কলেজ এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সামনে থাকা রড বোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত হন চালক-হেলপার এবং আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
পরে সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বর্তমানে চালক ও হেলপার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭/আপডেট: ১১৩২
আরএ