আটক ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত হাবিবুল্লাহ মণ্ডলের ছেলে বাবুল হোসেন (৫৫), কদমচিলান পশ্চিমপাড়া এলাকার চয়েন উদ্দিনের ছেলে আলমঙ্গীর হোসেন (২৫) ও দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামের ছাইফুল ইসলাম (৩৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে বাবুল হোসেনের কাছে ২৫ পুড়িয়া গাঁজা, আলমগীর হোসেনের কাছে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাইফুল ইসলামের কাছে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো অস্ত্র পাওয়া যায়।
তিনি বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী যত ক্ষমতাশালী হোক না কেন তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ