বুধবার (২৬ এপ্রিল) গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বার্ষিক সম্মেলন (২০১৬-১৭) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, রক্ষণাবেক্ষণের জন্য ৪৫২ কোটি টাকা বরাদ্দ আছে।
গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রকৌশলীরা হলেন দেশের মেধা। আপনারা দেশের অর্থে প্রকৌশলী হয়েছেন। এখন সময় দেশের সেবা করার।
তিনি উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের তাগিদ দেন।
বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রকৌশলীদের পড়তে পাঠালে ঐ কর্মকর্তা আর দেশে ফিরে আসেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশ সফরে গেলে কী শিখেছেন এখন থেকে লিখিতভাবে জানাতে হবে।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান কাজী গোলাম নাসির বলেন, আমরা অবকাঠামো নির্মাণে বিশ্বে অনেক ক্ষেত্র থেকে পিছিয়ে রয়েছি। তবে সঠিক অর্থ পেলে এবং গণ্ডি ভেঙ্গে বেরিয়ে আসলেই এর উন্নতি হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২৬,২০১৭
কেজেড/জেডএস