বুধবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।
রুহুল আমিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ইবতেদায়ী শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে ২৬ হাজার ১শ’ ৯৩টি বেসরকারি প্রথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করে নাই।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মূসা ভুইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএম/জিপি/আরআই