বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল হান্নান তারুটিয়া গ্রামের দবির সর্দারের ছেলে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, শ্রমিক আব্দুল হান্নান তারুটিয়ায় ভরসা ইটভাটায় কাজ করতেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে ওই ইটভাটার শ্রমিকদের একটি ঝুপড়ি ঘর থেকে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সকালে স্থানীয়রা থানায় খবর দিলে সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ