ফুটপাত দখলমুক্ত করতে বুধবার (২৬ এপ্রিল) উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার সকাল ১১টায় অভিযান শুরু হবে এই খবর সকাল সাড়ে ৯টা থেকে দোকানে দোকানে গিয়ে পৌঁছে দিতে দেখা যায় দুই পুলিশ সদস্যকে।
ফুটপাতের হকার মো. সোহেল তার কাপড়গাট্টি গোছগাছ করছিলেন। দোকান বসিয়ে আবার গুছিয়ে নিচ্ছেন কেন জানতে চাইলে বলেন, উচ্ছেদ হবে ১১টায়। উচ্ছেদ চলে গেলে আবার বসবো। উচ্ছেদের খবর কে দিয়েছে জানতে চাইলে বলেন, পুলিশ দিয়ে গেছে। তাছাড়া সিটি করপোরেশন থেকেও মাইকিং করেছে।
জানা গেছে, নিউমার্কেট এলাকার প্রত্যেক হকারের কাছ থেকে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ টাকা চাঁদা তোলা হয়। এই চাঁদার ভাগ পুলিশও পায়। লাইনম্যান রফিক নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ করেন বলে জানান এক হকার।
পুলিশ টাকা নেয় বলেই আগে থেকে সর্তক করে বলেও জানান হকাররা। যে দুই পুলিশ সদস্য উচ্ছেদের খবর পৌঁছে দিচ্ছেন তাদের নেমপ্লেটে লেখা রয়েছে একজন আহসান অন্যজন লুৎফর। এরাই ঘুরে ঘুরে হকারদের কাছে খবর পৌঁছে দিচ্ছেন।
খবর পৌঁছে হকার সরিয়ে উচ্ছেদ অভিযান কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর। হকার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেবেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসএম/আরআর/আরআই