বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাগড়াছড়ি পৌরভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এতে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভিন আক্তার খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা মো. মিল্টন, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক সম্পাদক অংক্য মং মারমা প্রমুখ।
কর্মসূচি থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সব সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবি জানানো হয়। এদিকে মাটিরাঙ্গা পৌরসভাতেও একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
জেডএস