হবিগঞ্জে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হবিগঞ্জে জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, ‘বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে সব সরকার।
আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই প্রধান বিচারপতি এভাবে পাবলিকলি উষ্মা প্রকাশ করেন না। অতি বিনয়ের সঙ্গে প্রধান বিচারপতিকে বলবো, আপনার যদি কোনো ফাইন্ডিংস্ থাকে, তবে পাবলিকলি না বলে সরকারের সঙ্গে আলোচনায় বসুন। আমরা সমস্যার সমাধান করবো’।
প্রধান বিচারপতি হবিগঞ্জে আরও বলেছিলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশ উন্নয়নশীল দেশ হবে না। সবচেয়ে বেশি প্রয়োজন আইনের শাসন’। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও বিচার বিভাগের স্বাধীনতাও থাকতে হবে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। শেখ হাসিনার সরকার বিচার বিভাগের সঙ্গে বিমাতাসূলভ আচরণ করে না।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএম/এএসআর