বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি আবদুল মালেক হাওলাদার।
এতে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, সাধারণ সম্পাদক আসাদুল আলাম আসাদ, আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পাশাপাশি অনশনে শিক্ষকদের দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন সংগীতও পরিবেশন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/জেডএস