তদন্ত কমিটির সদস্যরা হলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সেনিটেশন অফিসার মোহাম্মদ আলী জিন্না, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ইমান আলী এবং জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস (পিয়ন) মোয়াজ্জেম ও চাঁদ মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে তাদের আটক করে থানায় আনা হয়।
এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আলমগীর হোসেনের বাড়িতে দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় গৃহকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান ও সেবিকা জোবাইদা গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জোবাইদা ও রাত ১১টার দিকে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মারা যান। অসুস্থ আলমগীর হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসআই