বুধবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলার সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল চন্দনী ইউনিয়নের জৌকুড়ী গ্রামের দুলু সরদারের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দয়ালনগর গ্রামের ছত্তার মেম্বরের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কামালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, কামাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দু’টি ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি ডাকাতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/