ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আহত মারিয়া আক্তার (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মারিয়া নলছিটি উপজেলার বীর নারায়ণ এলাকার কালাম হাওলাদারের মেয়ে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় থ্রি-হুইলারের ধাক্কায় মারিয়া গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/আরআর/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।