ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর পরিস্থিতি নিয়ে জাতীয় সেমিনার শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
হাওর পরিস্থিতি নিয়ে জাতীয় সেমিনার শুক্রবার

ঢাকা: অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর, হাওরবাসী, ফসল, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকরী কর্মপন্থা নির্ধারণের জন্য আগামী শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

হাওর-সংলগ্ন কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠেয় জাতীয় সেমিনারে বিশেষজ্ঞ ও স্থানীয় ভ‍ুক্তভোগীরা নিজস্ব অভিজ্ঞতা ও করণীয় নিয়ে আলোচনা করবেন।

এতে অংশ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ শিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কাসেম, হাওর আন্দোলনের সমন্বয়ক ড. হালিম দাদ খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুর রহমান বাবু।

গণতন্ত্রী পার্টির উদ্যোগে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবন মিলনায়তনে। এতে সভাপতিত্ব করবেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

জাতীয় সেমিনার থেকে উঠে আসা বক্তব্য সুপারিশ আকারে পেশ করে হাওরের দুর্যোগ মোকাবেলা ও টেকসই উন্নয়নের একটি রূপরেখা দেওয়া হবে।

বুধবার (২৬ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সেমিনার সমন্বয়ক অ্যাডভোকেট গাজী এনায়েত‍ুর রহমান বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।