হাওর-সংলগ্ন কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠেয় জাতীয় সেমিনারে বিশেষজ্ঞ ও স্থানীয় ভুক্তভোগীরা নিজস্ব অভিজ্ঞতা ও করণীয় নিয়ে আলোচনা করবেন।
এতে অংশ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ শিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল কাসেম, হাওর আন্দোলনের সমন্বয়ক ড. হালিম দাদ খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুর রহমান বাবু।
গণতন্ত্রী পার্টির উদ্যোগে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবন মিলনায়তনে। এতে সভাপতিত্ব করবেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
জাতীয় সেমিনার থেকে উঠে আসা বক্তব্য সুপারিশ আকারে পেশ করে হাওরের দুর্যোগ মোকাবেলা ও টেকসই উন্নয়নের একটি রূপরেখা দেওয়া হবে।
বুধবার (২৬ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সেমিনার সমন্বয়ক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএ