বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিক প্রদায়ন এবং দশম গ্রেডে নিয়োগ ও ইন্টার্নশিপ ভাতার দাবিতে দুপুর সোয়া একটায় ডিপ্লোমা চিকিৎসকদের (ডি এম এফ ডিগ্রি) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটির আয়োজনে মহাসড়কে অবরোধ করা হয়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ