ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ/ছবি: আরিফ জাহান

বগুড়া: চার দফা দাবিতে বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীরা। তবে পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে যায় তাদের কর্মসূচি। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথা এলাকা এ ঘটনা ঘটে।
 
এর আগে সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন) জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে শহরের সাতমাথায় একটি বিক্ষোভ মিছিল বের করে।


 
মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের থানারোড ও সাতমাথা হয়ে রেলস্টেশন রোডে এসে ১৫-২০মিনিট সড়ক অবরোধ করে। পরে মিছিলটি সেখান থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথায় গিয়ে ওঠে।
 
সেখানে ডিপ্লোমা শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। কিন্তু পুলিশি বাধায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানে রেললাইনের পাশে বসে পড়ে বিক্ষোভকারীরা।
 
একপর্যায়ে তারা আবারো মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
 
বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ/ছবি: আরিফ জাহানদুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ করে দেওয়া হয়েছে। পুলিশের লাঠিচার্জে কেউ আহত হয়নি।
 
বরং বিক্ষোভকারীরাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে। সেই ইটের আঘাতে কেউ আহত হলেও হতে পারে বলে দাবি করেন তিনি।
 
সংগঠনটির জেলা শাখার সভাপতি রায়হানুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব বাংলানিউজকে জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তারা।  
 
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।