বুধবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যৌথভাবে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম এবং দ্বীপঙ্কর দাসের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপঙ্কর দাস বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের ট্রাফিক মোড়ে বাচ্চু স্টোর, মের্সাস মন্নান ভ্যারাইটিস স্টোর ও মারুফ ফুডস অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, সাধারণ জনগণকে এসব অসাধু ব্যবসায়ীরা নানাভাবে ঠকিয়ে আসছেন। মোটা কাগজের ঠোঙা প্রায় একশ গ্রাম ওজন হয়ে থাকে। আর প্রত্যেক কেজিতে যদি একশ গ্রাম ওজন কম হয়ে থাকে। তাহলে মানুষকে প্রতারিত করা হচ্ছে। পরে এসব ব্যাগ জব্দ করে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরবি/