বুধবার (২৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়েরা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহা রকিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল সদর উপজেলার চন্ডিপুরের ইসমাইল মৃধার ছেলে দুলাল মৃধা, এয়ারপোর্ট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মৃত আইয়ুব আলী বেপারির ছেলে ফারুক হোসেন ও খুলনার রূপসার যুগিহাটা শেখবাড়ির শেখ আইয়ুব আলীর ছেলে পলাশ।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ মে ভোরে বরিশাল নগরের নাজিরমহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে শাকিল আহম্মেদের বাসায় তিন ডাকাত বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১৪ লাখ ৬৭ হাজার আটশ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শাকিল আহম্মেদ বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান একই বছরের ৩১ অক্টোবর দণ্ডপ্রাপ্ত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত নয়জনের মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেওয়া শেষে ৩৯২ ও ৪১১ ধারায় বুধবার এ রায় দেন। রায়ের সময় ফারুক হোসেন ছাড়া বাকি দু’জন অনুপস্থিত ছিলেন বলেও সূত্র জানায়।
আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/এসআরএস/এএ