ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রতিবন্ধীবান্ধব বাজেট নিয়ে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
 বরিশালে প্রতিবন্ধীবান্ধব বাজেট নিয়ে আলোচনা সভার অতিথি, আলোচক ও অংশগ্রহণকারীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ‘প্রতিবন্ধীবান্ধব সিটি কর্পোরেশন বাজেট ২০১৭-২০১৮ অর্থবছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস), বরিশালের আয়োজনে সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামাল।

মেয়র সিটি কর্পোরেশনের আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীবান্ধব বরাদ্দ দেওয়া এবং প্রতিবন্ধী ভাতার সংখ্যা আরও ১৯ জন বাড়িয়ে ৮০ জনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরো বলেন, শিগগিরই প্রতিবন্ধীদের জন্য আলাদা অফিস ও আবাসন নির্মাণে জায়গা বরাদ্দ দেওয়া হবে।

বিপিইউএস’র নির্বাহী প্রধান বদিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিসিসি’র প্যানেল মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহ্ ও শরীফ তাসলিমা কালাম পলি, বরিশাল সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শাজাহান, প্রতিবন্ধী প্রতিনিধি আফরোজা আক্তার নিপা, বিপিইউএস’র সাধারণ সম্পাদক মিঠু মধু প্রমুখ।

বিসিসি’র কাউন্সিলররা প্রতিবন্ধীবান্ধব বাজেট হলে নিজ নিজ ওয়ার্ডের প্রতিবন্ধীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।