ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ওএমএস কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
সুনামগঞ্জে ওএমএস কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব সুনামগঞ্জে ওএমএস কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব-ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি, সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ও খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান।

বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকেই দিনব্যাপী তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে এসব কার্যক্রম সুষ্ঠ‍ুভাবে হচ্ছে কিনা তা পরিদর্শন করেন।

এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ অতিরিক্ত সচিব ফয়জুর রহমানের কাছে তাদের কষ্টের কথা ও নানা অভিযোগ তুলে ধরে বলেন, লাইনের পেছনে যারা থাকেন তাদের চাল না নিয়েই বাড়ি ফিরে যেতে হয়।

সচিব এ সময় তাদের আশ্বস্ত করে বলেন, সরকারের কাছে খোলা বাজারে ২শ’ জনের পরিবর্তে ৪শ’ জনকে চাল দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ত্রাণ বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।