বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত লাভলীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাভলী বাংলানিউজকে বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভবনের কলাপসিবল গেট ভেঙে কক্ষে প্রবেশ করে। এসময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকাদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় অন্য কক্ষে থাকা তার মেয়ে ও ছোট ভাই ইব্রাহিমকে লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারিতে রাখা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তিনি বিষয়টিকে চুরি বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরবি/বিএস