ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ডিবির চাঁদাবাজির সত্যতা তদন্ত প্রতিবেদনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ডিবির চাঁদাবাজির সত্যতা তদন্ত প্রতিবেদনে ডিবির চাঁদাবাজির সত্যতা তদন্ত প্রতিবেদনে

ঢাকা: রাজধানীর কাফরুলে ‘নিউ ওয়েভ’ ক্লাবে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চাঁদাবাজির জন্য গিয়েছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) তদন্ত কমিটির সদস্য মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহম্মাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিলিটারি পুলিশের হাতে ধরা পড়া ১১ জনসহ ডিবির মোট ১২ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

চাঁদাবাজিতে নেতৃত্ব দেওয়া ডিবির সহকারী কমিশনার রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ১২ সদস্যের বিরুদ্ধে তিন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও জানান মাসুদ আহম্মাদ।

গত ১৮ এপ্রিল ক্লাবে গিয়ে টাকা ও মোবাইল হাতিয়ে পালানোর সময় ১১ সদস্যকে আটক করে মিলিটারি পুলিশ।

এ ঘটনা জানাজানি হলে বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত কমিশনার (ডিবি) জামিল আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিটির অন্য দুই সদস্য হলেন, ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় ও মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহাম্মেদ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
পিএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।