শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ নদী বন্দরে ড্রেজিং সহায়ক নৌযানগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
২০টি নৌযান হচ্ছে- দু’টি টাগবোট দুর্দান্ত ও দুর্নিবার, একটি বয়া টেন্ডার ভেসেল-নীহারিকা, ছয়টি ইনল্যান্ড সার্ভে ভেসেল-ধানসিঁড়ি, ইছামতি, ভৈরব, বালু, কংস, বরাল, একটি ক্রেনবোট-খনিকা-২৩, দু’টি সার্ভে অ্যালুমিনিয়াম ওয়ার্কবোট-সন্দীপ ও হাতিয়া, দু’টি পাইপ কেরিং ডাম্ব বার্জ ১ ও ২, দু’টি সেল্ফ প্রপেল্ড মাল্টিপারপাজ বার্জ ১ ও ২ এবং চারটি কেবিন ক্রুজার ১, ২, ৩, ৪।
২০টি জলযানের মধ্যে তিনটি মেসার্স ভোস্তা এল এম জি কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেড, নয়টি মেসার্স থ্রি-এঙ্গেল মেরিন লিমিটেড, চারটি টি কে শিপইয়ার্ড লিমিটেড এবং চারটি গোল্ডেন ফাইবার গ্লাস কোম্পানিকে সরবরাহ করেছে।
অন্যদিকে ‘১০টি ড্রেজার, ক্রেনবোট, টাগবোট, অফিসার্স হাউজবোট ও ক্রু-হাউজবোটসহ অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহে (২য় সংশোধিত) প্রকল্পটির’ জন্য বরাদ্দ ছিল ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। প্রকল্প থেকে সাশ্রয় করা ১৬৪ কোটি ৫৫ লাখ টাকা দিয়ে উদ্বোধন করা ২০টি নৌযানের মধ্যে ১৬টি জলযান সংগ্রহ করা হয়েছে। বাকি চারটি জলযান (কেবিন ক্রুজার) অভ্যন্তরীণ নৌপথের ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায়ে ২৪টি নৌপথ খনন) প্রকল্পের অর্থ দিয়ে সংগ্রহ করা হয়েছে। আর এই চারটি জলযান সংগ্রহে ব্যয় হয়েছে দুই কোটি ৪০ লাখ টাকা।
সাধারণত কোনো স্থানে ড্রেজিং করার পূর্বে সেখানে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে খননতব্য মাটির পরিমাণ নিরূপণ করা হয়। আর খনন কাজ শেষ হওয়ার পর কি পরিমাণ মাটি খনন করা হয়েছে তা নিরূপণ করার জন্য সার্বক্ষণিক সার্ভে ভেসেলের প্রয়োজন হয়। ড্রেজারে বিশুদ্ব খাবার পানি, জ্বালানি (ডিজেল) ও লুব ওয়েল সরবরাহের জন্য সেলফ প্রপেল্ড মাল্টি পারপাস ভেসেল ও খনন স্থানে খনন সহায়ক যন্ত্রপাতি যেমন- ফ্লোটিং পাইপ, শোর পাইপ, ফ্লোটার, রাবার হোজ পাইপ ও বল সকেট সরবরাহ করার জন্য পাইপ বহনকারী ডাম্ব বার্জ লাগে।
ড্রেজারের মাধ্যমে যেসব এলাকায় খনন করা হবে সেখানে বয়া বাতি স্থাপন কাজে বয়া টেন্ডার ভেসেল। উপকূলীয় এলাকা এবং অভ্যন্তরীণ নৌ-পথের ড্রেজিং কাজের সরেজমিন মনিটরিং জোরদার করার জন্য কেবিন ক্রুজার, ড্রেজারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি টোয়িংয়ের কাজে টাগ বোট, নদীর যেসব স্থানে প্রবল স্রোত সেখানে ড্রেজিং সহায়ক কাজে টাগ জাহাজ, খনন স্থানে খনন কাজ শুরু ও শেষে সার্ভে কাজে সার্ভে অ্যালুমিনিয়াম ওয়ার্কবোট ব্যবহৃত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক পিপিএম।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসজে/জিপি/বিএস