বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে আসা মো. রোকনুজ্জামান নামে এক যাত্রী ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা আব্দুল্লাহ আল-মামুন নামে আরেক যাত্রীর কাছ থেকে এ সিগারেট জব্দ করা হয়। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে এয়ারপোর্ট এপিবিএন’র মিডিয়া শাখা থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।
তাদের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টা ৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা যাত্রী রোকনুজ্জামানের (৪২) কাছ থেকে ৪৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এরপর রাত ৪টা ১০ মিনিটের দিকে আরব আমিরাতের শারজাহ থেকে আসা যাত্রী আব্দুল্লাহ আল-মামুনের কাছ থেকে ২১৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
সবমিলিয়ে জব্দ ২৬৫ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।
এ সিগারেট ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এপিবিএন।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭/আপডেট: ১৪৫৬ ঘণ্টা
এসজে/এএটি/এইচএ/