ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়ি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বুড়ি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের বুড়ি নদী থেকে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জামাল মিয়া (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে কনিকাড়া গ্রামের খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। জামাল মিয়া একই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

শিবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসঅাই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জামাল মিয়া নদীতে ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে বুড়ি নদীতে জামালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেম সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।