ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১৭৭ কার্টন সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
শাহজালালে ১৭৭ কার্টন সিগারেট জব্দ শাহজালালে ১৭৭ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৭৭ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দারা বেল্ট এলাকায় সতর্ক দৃষ্টি রাখে।

৬ নম্বর বেল্ট থেকে যাত্রী মোহাম্মদ এখলাস খানের কাছ সিগারেট আছে বলে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করায় পরবর্তীতে তার লাগেজ স্ক্যানিং করে আমদানি নিষিদ্ধ ১৭৭ কার্টন সিগারেট পাওয়া যায়।

এখলাস খানের গ্রামের বাড়ি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। জব্দ হওয়া সিগারেট ৩টি লাগেজে লোকানো ছিলো বলেও জানান মইনুল খান।

তিনি আরো বলেন, এখলাস খান সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯-৫১৩ এ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজালালে অবতরণ করেন।

জব্দ কারা সিগারেটের বাজার মূল্য প্রায় ১০ লাখ ৬২ হাজার টাকা। আটক সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন মইনুল খান ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসজে/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।