শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিম তেলে বাড়ি এলাকার গোলাম মোস্তফার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজনের সঙ্গে এলাকার একটি পুকুরে গোসল করতে নামে মিম। দীর্ঘ সময় পুকুরে থাকার পর সবাই ওপরে উঠে এলেও নিখোঁজ থাকে মিম। পরে স্থানীয় ডুবুরিরা পানির নিচ থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতাল ও পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরবি/