শুক্রবার (২৮ এপ্রিল) সকালে স্বনির্ভর এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।
সংগঠনগুলো হলো- হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি বিপুল চাকমা ও নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা প্রমুখ।
এ সময় বক্তারা রমেল চাকমা, ছাদেকুল ইসলামসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানান। পাশাপাশি পাহাড়ে ধর্ষণের শিকার নারীদের মেডিকেল টেস্ট রির্পোট প্রকাশের দাবিও জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ থেকে চেঙ্গী স্কোয়ার হয়ে স্বণির্ভরে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসআরএস/বিএস