ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক-ইভটিজিংবিরোধী শপথ না’গঞ্জের স্কুল শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
মাদক-ইভটিজিংবিরোধী শপথ না’গঞ্জের স্কুল শিক্ষার্থীদের মাদক-ইভটিজিংবিরোধী শপথ না’গঞ্জের স্কুল শিক্ষার্থীদের-ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: মাদক ও ইভটিজিংবিরোধী শপথ নিলো শহরের মাসদাইরের নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে স্কুলটির মিলনায়তনে জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ নেয় শিক্ষার্থীরা।

শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ পিপিএম।

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন প্রমুখ।

সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।