শনিবার (২৯ এপ্রিল) দুপুরে স্কুলটির মিলনায়তনে জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ নেয় শিক্ষার্থীরা।
শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ পিপিএম।
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন প্রমুখ।
সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এএটি/এএ