শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের শাহেদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুবর্ণা (২) উপজেলার শাহেদল গ্রামের সুজন মিয়ার মেয়ে ও জুনায়েদ (২) একই গ্রামের কাসেম মিয়ার ছেলে।
শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহবুবুল হক বাংলানিউজকে জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সুবর্ণা ও জুনায়েদ। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দু'টিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/