সোমবার (০১ মে) দুপুরে উপজেলার দোতরা এলাকায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ১৮ টি জেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আটজন করে শিক্ষার্থী ও একজন করে শিক্ষক অংশ নেন।
বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের চেয়ারম্যান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার গৌর চন্দ্র মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএ/এসএনএস