ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ২য় আঞ্চলিক কমডেকা’র উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১, ২০১৭
মানিকগঞ্জে ২য় আঞ্চলিক কমডেকা’র উদ্বোধন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২য় আঞ্চলিক কমডেকা (কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প) উদ্বোধন হয়েছে।

সোমবার (০১ মে) দুপুরে উপজেলার দোতরা এলাকায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ১৮ টি জেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আটজন করে শিক্ষার্থী ও একজন করে শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের চেয়ারম্যান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার গৌর চন্দ্র মন্ডল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।  

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা,  মে ০২, ২০১৭
এমএ/এসএনএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।