মঙ্গলবার (০২ মে) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ভোরে মহাসড়কে চলাচলকারী কোনো যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই নারীর নামপরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই নান্নু মন্ডল।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ০২, ২০১৭
ওএইচ/