মঙ্গলবার (২ মে) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা।
হোটেল শ্রমিকরা জানান, সোমবার মে দিবসে শহরের কয়েকটি খাবারের দোকান খোলা ছিল।
নিষেধ না শোনায় একপর্যায়ে ওই শ্রমিকরা হোটেলে হামলা চালিয়ে মারধর করেন। এসময় মালিক সমিতির অফিস সহকারী স্বপন আহত হন। এর প্রতিবাদে হোটেল মালিকরা মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেন।
এদিকে সকালে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার এসএম মেহেদি হাসান বলেন, ব্যাপারটি সমাধানের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ