ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় খাবার হোটেলে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মে ২, ২০১৭
কুষ্টিয়ায় খাবার হোটেলে ধর্মঘট কুষ্টিয়ায় খাবার হোটেলে ধর্মঘট

কুষ্টিয়া: শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া শহরের খাবার হোটেলে ধর্মঘটের ডাক দিয়েছে মালিকপক্ষ। ফলে শহরে আসা বহিরাগত লোকজন পড়েছেন চরম ভোগান্তিতে।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা।

হোটেল শ্রমিকরা জানান, সোমবার মে দিবসে শহরের কয়েকটি খ‍াবারের দোকান খোলা ছিল।

এসময় কয়েকজন পরিবহন শ্রমিক এসে জাহাঙ্গীর হোটেল, বাগাট সুইটস ও শিল্পী হোটেলের কর্মচারীদের দোকান বন্ধ করতে বলেন।

নিষেধ না শোনায় ‍একপর্যায়ে ওই শ্রমিকরা হোটেলে হামলা চালিয়ে মারধর করেন। এসময় মালিক সমিতির অফিস সহকারী স্বপন আহত হন। এর প্রতিবাদে হোটেল মালিকরা মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেন।

এদিকে সকালে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার এসএম মেহেদি হাসান বলেন, ব্যাপারটি সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।