ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট সীমান্ত থেকে মাসে অর্ধকোটি টাকার পণ্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, মে ২, ২০১৭
লালমনিরহাট সীমান্ত থেকে মাসে অর্ধকোটি টাকার পণ্য আটক লালমনিরহাট সীমান্ত থেকে মাসে অর্ধকোটি টাকার পণ্য আটক

লালমনিরহাট: কাঁটাতারের বেড়াহীন সীমান্ত অতিক্রম করে মাদকসহ ভারতীয় পণ্য আনার সময় অর্ধকোটি টাকার বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলার বিভিন্ন সীমান্ত ঘেঁষা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে বিজিবি। সীমান্তের গ্রামগুলো হচ্ছে সর্দারপাড়া, দাঙ্গাপাড়া, মাস্টারপাড়া, গঙ্গাগাছ, উত্তর গোতামারী, ফলিমারীরচর, উত্তর ঝাউরানী, বোয়ালমারীরচর, চওড়াটারী, ফাঁড়ীঘাট, আমঝোল, চন্দ্রপুর এবং কালামেরঘাট।

এসব সীমান্ত হয়ে গরুর পাশাপাশি ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা, মশলা, বিভিন্ন প্রকার কসমেটিকস্, বাইসাইকেল এবং মোটরসাইকেল আটক করেছে বিজিবি।    

এপ্রিল মাসের প্রথম দিন থেকে ৩০ তারিখ পর্যন্ত বিজিবি'র বিভিন্ন অভিযানে ৬৩৩ বোতল ফেনসিডিল, ২৪১ বোতল বিদেশি মদ, ৬৭ কেজি গাঁজা, ১৪১টি গরু, ৩২ কেজি পোস্তাদানা, ৩টি বাইসাইকেল, ১টি মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস্ আটক করা হয়।

আটক মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৫ হাজার ৪৩৫ টাকা। মাদকদ্রব্য ব্যতিত অন্যসব জব্দকৃত পণ্য কাস্টমসে জমা করা হয়েছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শদ বাংলানিউজকে জানান, মাদকসহ চোরাচালান রোধে সীমান্তের গ্রামগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। তিনি চোরাচালান প্রতিরোধে এলাকাবসীর সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।