বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলার বিভিন্ন সীমান্ত ঘেঁষা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে বিজিবি। সীমান্তের গ্রামগুলো হচ্ছে সর্দারপাড়া, দাঙ্গাপাড়া, মাস্টারপাড়া, গঙ্গাগাছ, উত্তর গোতামারী, ফলিমারীরচর, উত্তর ঝাউরানী, বোয়ালমারীরচর, চওড়াটারী, ফাঁড়ীঘাট, আমঝোল, চন্দ্রপুর এবং কালামেরঘাট।
এসব সীমান্ত হয়ে গরুর পাশাপাশি ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা, মশলা, বিভিন্ন প্রকার কসমেটিকস্, বাইসাইকেল এবং মোটরসাইকেল আটক করেছে বিজিবি।
এপ্রিল মাসের প্রথম দিন থেকে ৩০ তারিখ পর্যন্ত বিজিবি'র বিভিন্ন অভিযানে ৬৩৩ বোতল ফেনসিডিল, ২৪১ বোতল বিদেশি মদ, ৬৭ কেজি গাঁজা, ১৪১টি গরু, ৩২ কেজি পোস্তাদানা, ৩টি বাইসাইকেল, ১টি মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস্ আটক করা হয়।
আটক মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৫ হাজার ৪৩৫ টাকা। মাদকদ্রব্য ব্যতিত অন্যসব জব্দকৃত পণ্য কাস্টমসে জমা করা হয়েছে।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শদ বাংলানিউজকে জানান, মাদকসহ চোরাচালান রোধে সীমান্তের গ্রামগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। তিনি চোরাচালান প্রতিরোধে এলাকাবসীর সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ